R Programming শেখার সময় Objects আর Functions কেন সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ

অনেকেই R শেখা শুরু করেন এই আশায় যে—

 

“কিছু কোড লিখলেই graph বের হবে, result আসবে, analysis হয়ে যাবে।”

কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে।

 

আপনি কোড চালান,
কিন্তু ঠিক বুঝতে পারেন না—

  • এই ফলাফলটা এল কেন

  • আগেরবার ঠিক থাকলেও এবার কেন ভুল হলো

  • আর কোন জায়গায় পরিবর্তন করলে outcome বদলাবে

এই জায়গাটার মূল কারণ একটাই—

 

আপনি Objects আর Functions বোঝেননি।

Object মানে আসলে কী?

সহজভাবে বললে—

R-এর ভেতরে আপনি যেটা নিয়ে কাজ করেন, সেটাই object।

 

একটা ডেটাসেট,
একটা সংখ্যা,
একটা তালিকা,
এমনকি একটা ফলাফলও—সবই object।

 

যখন আপনি object বোঝেন না, তখন আপনি আসলে জানেনই না—
আপনি ঠিক কিসের উপর কাজ করছেন।

 

এটা এমন যেন আপনি জানেন না—
আপনার হাতে থাকা জিনিসটা কাগজ না পাথর।

Function কী করে?

Function হলো এমন নির্দেশনা, যা কোনো object-এর উপর নির্দিষ্ট কাজ করে।

 

আপনি function না বুঝলে কী হয়?

 

আপনি জানেন—
কিছু একটা হলো।

 

কিন্তু জানেন না—
কীভাবে হলো।

 

এই জায়গাতেই beginner আর confident learner-এর পার্থক্য তৈরি হয়।

 

Confident learner জানে—
এই কাজটা কেন হচ্ছে।

 

Beginner শুধু দেখে—
কাজটা হচ্ছে।

ডেটা এনালাইসিস স্টার্টআপ ই-বুক ফর বিগিনার্স (স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার্স - সম্পূর্ণ বাংলায়)

ই-বুকটি থেকে যা যা শিখতে পারবেন:

  • R-প্রোগ্রামিং পরিচিতি
  • ডেটা ক্লিনিং
  • ডেটা ম্যানিপুলেশন
  • স্ট্যাটিসটিক্যাল এনালাইসিস
  • ডেটা ভিজ্যুয়ালাইজেশন
  • ডেটা এনালাইসিস

যেকেউ শিখতে পারবেন একেবারে শুরু থেকে!

ই-বুক ডাউনলোড করতে নিচের ‘ডাউনলোড ই-বুক’ বাটনে ক্লিক করুন।

ডেটা এনালাইসিস স্টার্টআপ ই-বুক ফর বিগিনার্স (স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার্স - সম্পূর্ণ বাংলায়)

ই-বুকটি থেকে যা যা শিখতে পারবেন:

  • R-প্রোগ্রামিং পরিচিতি
  • ডেটা ক্লিনিং
  • ডেটা ম্যানিপুলেশন
  • স্ট্যাটিসটিক্যাল এনালাইসিস
  • ডেটা ভিজ্যুয়ালাইজেশন
  • ডেটা এনালাইসিস

 

যেকেউ শিখতে পারবেন একেবারে শুরু থেকে!

 

ই-বুক ডাউনলোড করতে নিচের ‘ডাউনলোড ই-বুক’ বাটনে ক্লিক করুন।

Data Analysis কেন এখানেই ভুল পথে যায়

অনেকে ভাবে—
analysis মানে graph বানানো।

 

কিন্তু বাস্তবে analysis মানে—

  • ডেটা কী ধরনের

  • ভেতরে missing আছে কিনা

  • কোন অংশ ব্যবহারযোগ্য

  • কোন অংশ বাদ দেওয়া দরকার

 

এই সব প্রশ্নের উত্তর আসে object আর function বোঝা থেকে, কোড মুখস্থ করা থেকে নয়।

 

Error আসলে কেন ভয় লাগে?

আপনি যদি লক্ষ্য করেন—
error আসলেই beginner দের ভয় লাগে।

 

কারণ তারা error পড়ে না,
তারা error দেখে আতঙ্কিত হয়।

 

কিন্তু যিনি object আর function বোঝেন—
তার কাছে error মানে clue।

 

এই পার্থক্যটা তৈরি হয় খুব শুরুর জায়গায়।

ছোট ছোট ধারণা, কিন্তু বড় প্রভাব

কোনো ডেটায় কতগুলো মান আছে
কোন মানগুলো আলাদা
কোনগুলো পুনরাবৃত্ত

 

এই প্রশ্নগুলোর উত্তর না জেনে—

আপনি যত বড় analysis করবেন,
তত বেশি ঝুঁকি তৈরি হবে।

 

এগুলো শুনতে ছোট মনে হলেও—
professional analysis এখান থেকেই শুরু হয়।

বেশিরভাগ মানুষ ঠিক এখানেই পিছিয়ে পড়ে

কারণ তারা ভাবে—

“এইগুলো তো basic, পরে শিখলেই হবে।”

 

কিন্তু সত্যি হলো—
পরে এসে এগুলো শেখার সুযোগই থাকে না।

 

কারণ তখন আপনি ইতিমধ্যেই—

 

ভুল ধারণার উপর দাঁড়িয়ে অনেক কিছু বানিয়ে ফেলেছেন।

AI যুগে এই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ কেন?

আজ AI আপনাকে কোড লিখে দিতে পারে।

কিন্তু AI আপনাকে বলে না—
এই কোডটা আপনার ডেটার জন্য ঠিক কিনা।

 

Object আর function না বুঝলে—
AI-generated output

আপনার চোখে বিশ্বাসযোগ্য লাগবে,
যদিও সেটাই ভুল।

 

এইটাই সবচেয়ে বড় ঝুঁকি।

R-প্রোগ্রামিং ডেটা এনালাইসিস ফর স্টুডেন্টস কোর্স (স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার্স - সম্পূর্ণ বাংলায়)

R-প্রোগ্রামিং ডেটা এনালাইসিস ফর স্টুডেন্টস কোর্স থেকে যা যা শিখতে পারবেন:

  • R-প্রোগ্রামিং পরিচিতি
  • ডেটা ক্লিনিং
  • ডেটা ম্যানিপুলেশন
  • স্ট্যাটিসটিক্যাল এনালাইসিস
  • ডেটা ভিজ্যুয়ালাইজেশন
  • ডেটা এনালাইসিস
  • AI-Assisted কোডিং (vibe coding)

যেকেউ শিখতে পারবেন একেবারে শুরু থেকে!

কোর্সে এনরোল হতে নিচের “কোর্সে এনরোল করুন” বাটনে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন।

R-প্রোগ্রামিং ডেটা এনালাইসিস ফর স্টুডেন্টস কোর্স (স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার্স - সম্পূর্ণ বাংলায়)

R-প্রোগ্রামিং ডেটা এনালাইসিস ফর স্টুডেন্টস কোর্স থেকে যা যা শিখতে পারবেন:

  • R-প্রোগ্রামিং পরিচিতি
  • ডেটা ক্লিনিং
  • ডেটা ম্যানিপুলেশন
  • স্ট্যাটিসটিক্যাল এনালাইসিস
  • ডেটা ভিজ্যুয়ালাইজেশন
  • ডেটা এনালাইসিস
  • AI-Assisted কোডিং (vibe coding)

যেকেউ শিখতে পারবেন একেবারে শুরু থেকে!

কোর্সে এনরোল হতে নিচের “কোর্সে এনরোল করুন” বাটনে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন।

আপনি যদি সত্যি R দিয়ে Data Analysis শিখতে চান…

আপনি যদি সত্যিই R দিয়ে data analysis শিখতে চান—

শুধু tool নয়, thinking style শেখা জরুরি।

 

আর সেই thinking style-এর শুরু—
Objects আর Functions বোঝা দিয়ে।

 

যারা এটা আগে বোঝে,
তারা নীরবে অনেক দূর এগিয়ে যায়।

 

আর বাকিরা—
বোঝেই উঠতে পারে না,
তারা কোথায় আটকে গেছে।

ব্লগ রিসোর্স

🔎 আরও পড়ুন